হোম খুলনানড়াইল সেনাপ্রধান নড়াইলে নিজ গ্রামে মসজিদ ও বিদ্যালয়ের মাল্টিপারপাস হল উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন

সেনাপ্রধান নড়াইলে নিজ গ্রামে মসজিদ ও বিদ্যালয়ের মাল্টিপারপাস হল উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রথমে নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এছাড়া নড়াইল শহরে নির্মিত চারলেন সড়ক কার্যক্রম পরিদর্শনসহ লোহাগড়া উপজেলার পৈতৃকভিটা করফা গ্রামে মসজিদ উদ্বোধন, বৃক্ষরোপন, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি। এ সময় তনি মসজিদ ও স্কুল প্রঙ্গনে একটি করে গাছের চাড়া রোপন করেন।

এদিকে, সেনাপ্রধান লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন । এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমাডিং(জিওসি) মেজর জেনারেল মোহাম্মাদ মাহবুব রশীদ,চীফ কনসার্টেন্ট মেজর জেনারেল একে এম রেজাউল মজিদ,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল কহ চৌধুরীসহ সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা ।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের তরফ থেকে যে কোনো উন্নয়ন কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আশা করি চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। মধুমতির ভাঙ্গনের কবলে করফা গ্রাম এলাকাবাসীর আবেদনের পেক্ষিতে সেই নদী ভাঙ্গনটা সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে আপাতত রোধ করতে পেরেছি। ভবিষ্যতে একটা পার্মানান্ট একটা রুপনিয়ে ঐ জায়গাটার আরো বেশী উন্নয়ন করার পরিকল্পনা করছি।

স্কুলের ছেলে মেয়েদের উদেশ্যে বলেন, মনে রাখতে হবে স্কুলের অবকাটামো উন্নায়ন শুধু উন্নয়ন নয়, স্কুলের ছেলে মেয়ে শিক্ষার মান হতে হবে অনেক উছু। তারা শুধু দেশে নই নিজ এলাকার সন্মান বিশেদেশও উজ্ঝল করতে পারে। সেই চেষ্ঠা করতে হবে। পড়ালেখার চেয়ে গুরুত্বপুর্ণ আর কোন কিছুই নেই। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। শুধু পরিক্ষায় ভালো করলে হবেনা আচার ব্যবহার চরিত্র গঠন সহ সবকিছুতেই উন্নতি করতে হবে। সব কিছুই আল্লাহ রহমত কোন করার সুযোগ পেলে আমি করবো। আল্লাহ সহায় হলে এই এলাকা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলবো ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন