হোম খুলনাবাগেরহাট সুন্দরবনের কচিখালী এলাকা থেকে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনের কচিখালী এলাকা থেকে মৃত বাঘ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় খাল সংলগ্ন বন থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গেল সোমবার(১২ ফেব্রয়ারী) দিনগত রাতে মৃত বাঘটি উদ্ধার করা হয়। আজ( ১৩ ফেব্রয়ারী) মঙ্গলবার সকালে বাগের মৃতদেহটি নিয়ে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের উদ্দ্যেশ্য রওয়ানা দিয়েছে বন বিভাগের একটি টিম।

করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, মঙ্গলবার রাতে বাগের মৃত দেহটি করমজল কেন্দ্রে পৌছানো হবে। বুধবার পরিক্ষা নিরিক্ষা করে বাঘটি মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

সুন্দরবন খুলনা অঞ্চলের খুলনা বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে জানান, উদ্ধার হওয়া মৃত বাঘটি পুরুষ বাঘের। পরিক্ষা নিরিক্ষা করে বাঘটির মৃত্যুর কারন জানাযাবে। এর পর বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন