স্পোর্টস ডেস্ক:
এবারের এশিয়া কাপ ফাইনালের জন্য সিরাজের নামটা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেট ভক্তরা। ফাইনালের মঞ্চে স্বাগিতক শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই পেসার। তার ৬ উইকেটের বদৌলতে সাড়ে সাত ঘণ্টার ম্যাচ শেষ হয়েছে আড়াই ঘণ্টায়।
এশিয়া কাপের ফর্মটা বিশ্বকাপেও ধরে রেখেছেন সিরাজ। শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে অনবদ্য বোলিং করেছেন এই পেসার। বাবর আজমকে ফিরিয়ে ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়ার পাশাপাশি দারুণ ফর্মে থাকা আব্দুল্লাহ শফিককেও ফিরিয়েছেন তিনি।
ম্যাচের পর দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সিরাজ। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে আবেগঘণ বার্তা দিয়েছেন সিরাজ। জানিয়েছেন, কখনও ভাবেননি যে বিশ্বকাপে খেলবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি সত্যি বলি, আমি কখনো ভাবি নাই যে বিশ্বকাপ খেলব। কারণ, আমি খুবই নিম্ন পারিবারিক অবস্থা থেকে এসেছি।’
পাকিস্তান ম্যাচে সিরাজের বোলিং ছিল বেশ দৃষ্টিনন্দন। সেই বোলিং নিয়ে ম্যাচশেষে তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তান ম্যাচ সব সময় অন্য লেভেলের। অন্য রকম চাপের। এটা আমি আজ দেখেছি। আমার ভালো অনুভূত হচ্ছে।’