বিনোদন ডেস্ক:
যখন কাজ ছিল না, তখন কেউ খবর নেয়নি। আর সফল হবার পরে সবাই নাম নিয়ে মুখে ফেনা তুলে ফেলে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের চিত্রনায়ক বাপ্পারাজ।
শনিবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাপ্পারাজ।
পোস্টে ববি দেওলের একটি ছবি পোস্ট করে বাপ্পারাজ লেখেন, ‘ফিল্মটা এমনই। যখন কাজ ছিল না, তখন কেউ খবরও নেয়নি। আর এখন সফল হওয়ার পরে, সাংবাদিক, ফটোগ্রাফার সবার মুখে, ববি ভাই ববি ভাই বলে ফেনা উঠে যাচ্ছে।’
শেষে তিনি লেখেন, ‘স্বার্থ ছাড়া এখানে কেউ কারো নয়। ফিল্মটা এমনই।’ শেষে বেশকিছু ইমোজি জুড়ে দেন এ অভিনেতা।
মূলত সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমাটি একের পর এক রের্কড গড়ে যাচ্ছে। এ সিনেমায় অভিনীত তারকারাও প্রশংসিত হচ্ছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন এ অভিনেতা।
তবে ‘অ্যানিমেল’ সিনেমায় মাত্র ১৫ মিনিটের স্ক্রিনটাইমে বাজিমাত করে দিয়েছেন ববি দেওল।
‘অ্যানিমেল’ সিমেনায় বাবা চরিত্রে অনিল কাপুর, ছেলের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করেছেন। এছাড়া নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল।
দর্শকদের মতে, ঠিকঠাক সুযোগ আর চরিত্র পেলে পুরনো অভিনেতা-অভিনেত্রীরাও ফিরতে পারেন নিজের সেরাটা নিয়ে।
ঢাকাই চলচ্চিত্রের একসময়ে তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন বাপ্পারাজ। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে সিনেমায় আসেন তিনি। তবে বর্তমানে ক্যামেরার সামনে দেখা যায় না বললেই চলে। কারণ হিসেবে বাপ্পারাজ বলেন, আমি কাজ করতে চাই। কিন্তু যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারি কিছু চরিত্র করতে চাই।
বাপ্পারাজের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।