হোম রাজশাহীনাটোর সিংড়ায় ধর্ষণের চেষ্টায় ৩ যুবক আটক

অনলাইন ডেস্ক:

নাটোরের সিংড়ায় ধর্ষণের চেষ্টায় ৩ যুবককে আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা।

বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় আটকদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুলহুলিয়া গ্রামের সুজা প্রাংয়ের মেয়ে তার মায়ের সাথে পাশের ভাদুড়ি গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮টায় মামার বাড়ির পাশের একটি খড়ের গাদার সামনে বখাটে ৩ যুবক মিলে ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই তিনজন যুবককে আটক করে। আটকরা হলেন- ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪) ও লতিফের ছেলে সুমন আলী (২৬)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন