জাতীয় ডেস্ক:
সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর টিকাটুলির হাটখোলা রেডে অবস্থিত হাসপাতালটিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এতে গেলো কয়েক বছরের আয় ব্যয়ের হিসাব জব্দ করেছে সিআইসি।
অভিযান শেষে সিআইসি পরিচালক মাসুদুর রহমান মাসুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালানো হয়েছে। কী পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে তা আপাতত বলা না গেলেও কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কর ফাঁকির ব্যাপারটি অস্বীকার করে জানায়, গত বছর পর্যন্ত তাদের কর পরিশোধ করা আছে। যদিও ক্যামেরার সামনে এসব বলতে রাজি হয়নি।