হোম খুলনাসাতক্ষীরা সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু’র জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানিসহ বিভিন্ন সামগ্রী সাতক্ষীরার দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ

নিজস্ব প্রতিনিাধি:

“পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন” এই শ্লোগানকে সামনে রেখে সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবুর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি (এক লক্ষ টাকা) সহ বিভিন্ন সামগ্রী সাতক্ষীরার দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরন করেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

এ সময় ৫০ জন দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে জনপ্রতি নগদ ৫০০ টাকা এবং স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, কম্বল, ছাতা, প্লেট, গøাস, বাটি, ছোলা, বাদাম, কিসমিস, সাবান, ওয়াশিং পাউডারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সেখানে সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সমাজ সেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, ডিবি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জাহিদা খানম মিতা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী শিক্ষক আব্দুল ওহাব আজাদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন