হোম অর্থ ও বাণিজ্য সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে ২য় দিনে ৭৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে ২য় দিনে ৭৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি

কর্তৃক
০ মন্তব্য 676 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গতকাল থেকে আবার ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার দুপুর ১ টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ শুরু হয়। প্রতি ট্রাকে ২০/২২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে।

প্রথমদিনে ভোমরা বন্দরে ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং আজ ২য় দিনে ৭৯ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।

ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের কাস্টমস কর্তৃপক্ষ জানান, প্রতিটন পেঁয়াজ ৩’শ ৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। একাধিক আমদানি-কারক এ পেঁয়াজ আমদানি করছেন।

তবে, সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত। পেঁয়াজ আমদানি করাতে পেঁয়াজের মূল্য আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন