হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে আশাশুনিতে খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে আশাশুনিতে খাদ্য সহায়তা বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

এম এম সাহেব আলী, আশাশুনি:

সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পানে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হত দরিদ্র্য ৮ শত পরিবারের মাঝে মাথা প্রতি ১০ কেজি গমের আটা বিতরন করা হয়েছে। ১২ জুন রবিবার বিকাল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আশাশুনি থানা পুলিশের মাধ্যমে ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আটা বিতরন করা হয়েছে।

বিভিন্ন সময়ে কাবিখা প্রকল্পে আটককৃত টি আর এর গম আদালতের নির্দেশনা অনুযায়ী দূর্গত এলাকায় বিতরণের কর্মসূচীতে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরন করা হয়। ৫ জুলাই রোববার ভার্চুয়াল শুনানী শেষে সোমবার ৬ জুলাই দুপুরে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আম্পান কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণের নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে সুপার সাইক্লোন আম্ফানে অপেক্ষাকৃত বেশি আক্রান্ত এরই ধারাবাহিকতায় আনুলিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, ইন্সপেক্টর তদন্ত মাহফুজুর রহমান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আশাশুনি প্রেসক্লাবে সভাপতি জিএম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন এস আই রিয়াজ, এসআই শেখ বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন