নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় ৫৭ টি মামলায় ২,২৪,৩০০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করায় রোববার (১২ এপ্রিল) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ২৭টি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে এই অভিযান পরিচালিত হয়।
এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৫টি মামলায় ২৪০০ টাকা, তালা উপজেলায় ১টি মামলায় ৩০০০০ টাকা, কালিগঞ্জ উপজেলায় ২টি মামলায় ৪০০০ টাকা, শ্যামনগর উপজেলায় ১৮টি মামলায় ১,৪৮,৫০০ টাকা, আশাশুনি ১০টি মামলায় ৪২০০ টাকা, কলারোয়া উপজেলায় ৫টি মামলায় ২৪০০ টাকা এবং জেলা প্রশাসনের ১৪ মামলায় ৩৩,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।