হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই শ্লেগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় আরো বক্তব্য রাখেন , সহকারী কমিশনার এস এম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, ডঃ হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি মো. আবুল কালাম, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি এ সময় বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জিবীকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহন করলে তারা দেশের সম্পদে পরিণত হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর। আলোচনাসভা শেষে সেখানে প্রতিবন্ধীদের মাঝে ৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন