নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়াদের মারপিট, ভাংচুর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মো: হাবিবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন চাঁদপুর মৌবায় খতিয়ান নং- এস এ ৬৬৭, ডিপি ১৯৬৩, দাগ নং- এস এ ৩০০৫, ৩০০৬, হাল ৩০৯৮, হাল ৩০৯৮, ৩০৯৯ জমির পরিমান ১৭.৫০ শতক পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম।
কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত শহর আলী মোল্যার পুত্র সামছুর রহমান মোল্যা, সামছুর রহমানের পুত্র আলিম হোসেন, সেলিম হোসেন আমাদের পৈত্রিক সম্পত্তি গায়ের জোরে অবৈধভাবে দখলের চেষ্টা করে।
এ উদ্দেশ্যে উক্ত সম্পত্তিতে থাকা ভাড়াটিয়াদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট, মারপিটসহ নানান ভাবে হয়রানি শুরু করে। এছাড়া উক্ত সম্পত্তিতে আমরা যাওয়ার চেষ্টা করলে আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে।
এর জের ধরে ০৬ জুন ২০২১ তারিখ সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলতে গেলে উল্লেখিত ব্যক্তিদের নেতৃত্বে ১০/১৫ জন ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে আমাদের উদ্ধার করে।
তিনি আরো বলেন উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের পক্ষে। আমরা উক্ত সম্পত্তির বৈধ মালিক। তাদের কোন কাগজপত্র না থাকলেও সম্পূর্ণ অবৈধভাবে প্রভাবখাটিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
আমরা নিরিহ প্রকৃতির হওয়ায় প্রভাবখাটিয়ে তারা এধরনের আইন আদালতের তোয়াক্কা না করে উক্ত সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। আমি উল্লেখিত ব্যক্তিদের কবল থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।