নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম আবু হানিফ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আবু হানিফের পিতা মুনসুর সরদার কোন কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকতো।
একপর্যায়ে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার বাবা মুনসুর সরদার বারান্দায় বসে আছেন। মুনসুর সরদার কাজে না যাওয়ায় ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে এসে তার বাবার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগগ্রণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক আসামি আবু হানিফকে দোষী সাব্যন্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার আদালতের অতিরিক পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।