হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

“ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার নলতা হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্যক্রমের উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ার রুস্তম।

সদর হাসপাতালে এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসা ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মো. সাইফুল আলম, ডাঃ এ এস এম মুক্তাদির তামিম, ডা. পার্থ কুমার দে, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক মো. আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য: সাতক্ষীরার ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৭৮ টি ইউনিয়ন ও ২৩৪ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩ হাজার ৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১’শ ৮১ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৮ হাজার ৭’শ ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন