নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে কারণে সাতক্ষীরায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার সকালে সদর উপজেলার মাছখোলা বিলে তারা কৃষক শামীম রেজার তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন।
উক্ত ধান কাটা কার্যক্রমে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন ও সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন লিটন।
এ সময় তারা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় আসন্ন বোরো মৌসুমে চাষীদের মাঠ থেকে ধান কেটে বাড়িতে তুলে দেয়ার জন্য তারা এই কার্যক্রম শুরু করেছেন।