হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতহয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোববার সকালে বিষ্ণুপুর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিতহয়।

বিষ্ণুপুরই উনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু যুবমহাজোটের সাধারণসম্পাদক তাপসমন্ডল, মনবাধিকারকর্মী রঘুনাথ খাঁ, শঙ্কর সরদার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছরেও বিচার হয়নি ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাম্প্রদায়িক সহিংসতাকারিদের। তারা অবিলম্বে হিন্দুদের ওপর নারকীয় নির্যাতনকারি ও মদদদাতাদের বিচার দাবিকরেন।

উল্লেখ্য ঃ ২০১২ সালের ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হুজুরে কেবলা’ নাটক মঞ্চস্থ হয়। এ নিয়ে মহানবী (স:) কে কটুক্তি করার কথিত অভিযোগ এনে সাতক্ষীরার স্থানীয় দৈনিক দৃষ্টিপাতে রিপোর্ট প্রকাশিত হয়। এরই জেরে ৩১ মার্চ ও ১লা এপ্রিল ফতেপুর ও চাকদহ গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১২ টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ নিয়ে কালিগঞ্জ থানায় মামলা করা হলেও বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি আজও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন