নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা মরদেহটি পুলিশ উদ্ধার করে। লোকটির বয়স আনুমানিক ৭৫ বছর। তার পরনে ছিলো নীল সাদা রঙের দাগকাটা লুঙ্গি ও নীল রঙের পাঞ্জাবী। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।