হোম খেলাধুলা সাকিবদের আইপিএলে খেলা নিয়ে যা বলল বিসিবি

সাকিবদের আইপিএলে খেলা নিয়ে যা বলল বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

খেলার সংলাপ :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। এ বিষয়ে বোর্ডের অবস্থানের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিসিবির পক্ষ থেকে বলা হয় টিম ম্যানেজমেন্ট সম্মতি দিলেই সাকিবরা আইপিএল খেলার জন্য যেতে পারবেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আইপিএলের জন্য তিন ক্রিকেটারকে ছুটি দেয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু সে সময়ে জাতীয় দলের খেলা আছে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে। টিম ম্যানেজমেন্ট সম্মতি দিলেই দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।’

আগামী ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে। তারপর থেকেই আইপিএলের ফাইনাল পর্যন্ত ছুটি চেয়েছেন তিন ক্রিকেটার। তবে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় ছুটি নিয়ে বিড়ম্বনায় পড়েছে বিসিবি।

এদিকে আইপিএলে খেলার জন্য সাকিব, লিটন ও মোস্তাফিজকে ছুটি দেয়ার বিষয়ে ইতিবাচক রয়েছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে কাকে কতদিনের ছুটি দেয়া উচিত, সেটি নিয়ে চিন্তিত হাথুরুসিংহে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন