দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়াদ্দার (৩২) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শোক ও সমবেদনা জ্ঞাপনকারি সাংবাদিকরা হলেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, তরিকুল ইসলাম, রাজু রায়হান, মিয়া ফারুক হোসেন স্বপন, ওহাবুজ্জামান মন্টুসহ শুভাকাঙ্খীবৃন্দ। উল্লেখ্য, শুক্রবার(১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার (ইসমাইল হোসেন) মারাত্মক আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।