হোম অর্থ ও বাণিজ্য সরকারি অর্থের অপচয়, নয়ছয় বন্ধ করতে হবে: পলক

সরকারি অর্থের অপচয়, নয়ছয় বন্ধ করতে হবে: পলক

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

সরকারি অর্থের অপচয় কিংবা নয়ছয় বন্ধ করতে টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টেলিযোগাযোগ অধিদফতরের সদর দফতর-ডট পরিদর্শন শেষে ‘স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় টেলিযোগাযোগ অধিদফতরের করণীয়’ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক কারণে বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করছে বাংলাদেশ। তাই প্রকল্পের নামে যাতে অর্থ অপচয় না হয় সেজন্য প্রকল্প নেয়ার আগেই প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে হবে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়ন হলে তা মানুষের কতটা কাজে লাগবে তাও মাথায় রাখতে হবে।

বৈশ্বিক সংকট মোকাবিলায় অতি প্রয়োজনীয় প্রকল্প চলবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তবে প্রকল্পের পরিচালনা ব্যয় কমাতে হবে। আগামী ৫ মাস খরচ, সময় সাশ্রয়ে ব্যর্থ হলে এলডিসি গ্রাজ্যুয়েশনে প্রভাব ফেলতে পারে।

এসময় স্মার্ট অধিদফতর থেকে ২০২৪, ২০২৬ ও ২০৩১ পরিকল্পনা হাতে নেয়ার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানসহ ডটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন