হোম অন্যান্যসারাদেশ সন্ধায়   নড়াইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ উদ্বোধন করা হবে।

নড়াইল অফিস :

আজ সন্ধ্যায় নড়াইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ উদ্বোধন করা হবে। আয়োজকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে এই তথ‍্য জানিয়েছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার, ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্ট  সন্ধ্যা ৬টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটি নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আগামীকাল বুধবার (৩০ডিসেম্বর) সকাল ১০টা থেকে গ্রুপ পর্যায়ের প্রথম খেলা শুরু হবে।এ টুর্নামেন্টে ৫টি টিম খেলবে। টিমসমূহ হলো- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, এস এম সুলতান একাদশ, বিজয় সরকার একাদশ, মোসলেম উদ্দিন একাদশ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ।

বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের গর্বিত মালিক শামিম সিকদার, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশের মালিক বাবুল মুসুল্লী, একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকার একাদশের মালিক মইনুল ইসলাম বাবু ও মাসুম জুলহাস ববি, জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশের মালিক মোঃ আশরাফুল আলম এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ক্রিকেট একাদশের মালিক তরিকুল ইসলাম অনিক।

আয়োজক কর্মকর্তা গাজী আব্দুল মজিদ জানান, বিপিএল-এর আদলে আগামি ৩০ ডিসেম্বর থেকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৫টিমের এ টুর্নামেন্ট শুরু হবে। এ টুর্নামেন্টের আর্থিক পৃষ্টপোষকতায় রয়েছে ওয়ালটন ও মিনা বাজার।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন