অনলাইন ডেস্ক:
খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ১০ মামলার আসামি শেখ মো. সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা নিহত হয়েছেন। এ ঘটনায় জাহিদুল হাসান পলাশ নামে আরেক যুবক আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রানা ও পলাশ ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২/৩ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ রানাকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত রানার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি, প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি বাড়িতে থাকতেন না। তিনি মাছের ব্যবসা করতেন। নিহত রানা নগরীর দেবেন বাবু রোডের বাসিন্দা ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, কারা কী উদ্দেশ্যে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে হত্যাকারীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।