মোহাম্মাদ নিজাম :
ক্লিনিকে কোন ডাক্তার নেই। নার্সই ডাক্তার। আর অনভিজ্ঞ নার্সের হাতে প্রান হারালো নবজাতক এক শিশু। আজ শনিবার সকালে সাতক্ষীরা শহরের সততা ক্লিনিকে এক প্রসুতির সন্তান প্রসব করাতে গিয়ে
এই নব জাতকের মৃত্যু ঘটে।
কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বাশতলা গ্রামের দেবাশিষ এর স্ত্রী বিথিকা রানীর প্রসব যন্ত্রনা উঠলে আজ সকালে সততা ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু ওই ক্লিনিকে নেই কোন চিকিৎসক। ফলে অনভিজ্ঞ নার্সের হাতে প্রান হারালো নবজাতক এক শিশু । এ ঘটনায় প্রসুতির পরিবারের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিথিকা রানীর নিকট আত্মীয়দের অভিযোগ, তারা অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অপারেশন করাতে চেয়েছিল। কিন্তু কোন অভিজ্ঞ চিকিৎক না পাওয়ায় ক্লিনিক কতৃপক্ষ নার্সকে দিয়ে নরমাল ডেলিভারি করাতে গেলে নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। ১২ বছর সন্তানের মুখ দেখতে না পেরে ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।