হোম জাতীয় সংঘর্ষে আহত ৪১ পুলিশ হাসপাতালে : ডিএমপি

জাতীয় ডেস্ক:

সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান সমাবেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে এ আগুন দেওয়া হয়।

এদিকে আগামীকাল রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন