হোম অন্যান্যসারাদেশ সংকটে নিজেই ক্ষেতের ধান কাটলেন জাতীয় দলের ক্রিকেটার তাজিয়া আক্তার

সংকটে নিজেই ক্ষেতের ধান কাটলেন জাতীয় দলের ক্রিকেটার তাজিয়া আক্তার

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

খুলনা অফিস :

করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী অঘোষিত লকডাউনের ফলে শ্রমিক সংকট ও আর্থিক অনটনে নিজেদের জমির ধান নিজেই কাটলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাজিয়া আক্তার। শুক্রবার খুলনার শিরোমণির যোগীপোল এলাকায় তার পিতার সাথেই জমির কেটেছেন তিনি। তবে এ নিয়ে তারেোন অসম্মানবোধ নেই তাজিয়ার। বরং তিনি এটাকে সম্মানজনকই মনে করছেন। ‍এদিকে, তাজিয়ার ধান কাটা নিয়ে র্গবিত খুলনা নারী ক্রিকেট দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু ও পারভিন পুতুল। সামাজিক যোগাযোগ মাধমে মন্তব্য করে এমনই কথা জানিয়েছেন তারা।

জানা গেছে, খুলনা মহানগরীর শিরোমনি যোগিপাল ৮নং ওয়ার্ডের বাসিন্দা তাজিয়ার পিতা সিদ্দিকুর রহমান কৃষি কাজ করেন। চলতি বছর তাদের নিজেদের ও বর্গা হিসেবে মোট ৩/৪বিঘা জমিতে ধানের আবাদ করেন। কিন্তু জমির ধান পেকে গেলেও করোনা ভাইরাসের প্রতিরোধে লকডাউনের প্রভাব পড়েছে তাদেরও পরিবারে। সে জন্য যেমন আথিক অনটন রয়েছে। তেমনি কৃষি শ্রমিকের ও অধিক মজুরীর কারনে সময়মত জমি থেকে ধান কাটা সম্ভব হচ্ছিলো না। সেজন্য পিতার সাথেই কাস্তে হাতে নিজেদের জমির ধান কাটতে মাঠে নামেন।

ক্রিকেটার তাজিয়া আক্তার জানান, তিনি খুলনায় ও দেশের হয়ে ক্রিকেট খেলেন। কিন্তু করোনার কারনে খেলা বন্ধ একই সাথে পরিবারের মা-বাবা, ভাইবোন নিয়ে এখন সংকটে পড়েছেন।এদিকে, ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যদিও পাওয়া যাচ্ছে তাও মজুরী বেশী। আবার জমির ধান সময়মত না কাটতে পারলে ক্ষেতেই নষ্ট হতে পারে। সেই আশংকা থেকে তিনি নিজেই জমির ধান কেটেছেন। নিজের কাজ নিজে করলে কোন অসম্মানের নেই। এছাড়া যে কোন কাজই ছোট নয়। নিজে ধান কাটায় পরিবারের যেমন সাশ্রয় হয়েছে তেমনি সঠিক সময়ে ধানগুলোু বাড়ীতে তোলা সম্ভব হয়েছে।

জাতীয় একজন নারী ক্রিকেটারের মাঠে ধান কাটায় স্থানীয়রা ধন্যবাদ দিয়েছেন। এছাড়া খুলনা নারী ক্রিকেট দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু ও পারভিন পুতুল ক্রিকেটার তাজিয়ার ধান কাটাকে র্গবিত কাজ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ পারভিন পুতুল বলেন, তাজিয়া কে সেলুট জানাই।ওর কাছ থেকে আমাদের অনেক কিছু সেখার আছে।ও যেমন ভালো খেলোয়াড়।তেমনি ভালো মেয়ে।কোন কজেই ছোট না।কোচ হিসাবে ওকে অনেক শুভেচ্ছা।

নারী ক্রিকেট দলে কোচ ইমতিয়াজ হোসেন পিলু জানান, তাজিয়ার মাঠে ধান কাটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয়ে থাকবে। সে নিজেকে প্রমান করেছে যে কোন কাজই ছোট নয়।সে আমাদের নতুন প্রজন্মের জন্য অনুকরনীয়। সে ভবিষ্যতে অনেক বড় মাপের ক্রিকেটারের পাশাপাশি অনেক বড় মানবিক মানুষ হবে এ কামনা করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন