হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১লা মে) বিকেলে প্রেসক্লাব চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন এর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, শ্যামগর সরকারি মহাসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিমউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের পরিচালক মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মইন রঞ্জু, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সফুসহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন