হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে এক ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে ব্যর্থ : বাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট

শ্যামনগরে এক ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে ব্যর্থ : বাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামে এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর মাতা রেশমা খাতুন। সূত্রে প্রকাশ,তার কন্যা বাইনতলা বি,কে,মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সেখানে লেখা পড়ার সুযোগে তার কন্যাকে একই এলাকার লিয়াকত হোসেন খোকনের নেতৃত্বে নুরুজ্জামান,চঞ্চল,,রেজাউল,জাহিদুল,মুছা, মিজানুর,নজরুল ইসলাম জোটবদ্ধ ভাবে উত্যক্ত করে আসার অভিযোগ করা হয়।

কয়েক বছর পূর্ব থেকে উত্যক্ত করায় তার কন্যা কে কয়রা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার জন্য এক আত্মীয়র বাসায় রাখা হয়। সেখান থেকে তার কন্যা কে জোর পূর্বক উঠিয়ে নিয়ে গেলে তাদের বিরুদ্ধে কয়রা থানায় ২৩৯নং জিডি করা হয়। প্রশাসনের প্রচেষ্টায় কয়েক মাস পরে তার মেয়েকে উদ্ধার করা হয়। গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মেয়ে বাড়ীতে থাকা অবস্থায় প্রায় সময় লিয়াকত হোসেন খোকনের অবৈধ প্রস্তাবে রাজি না হলে জোর পূর্বক উঠিয়ে নিতে তাদের বাড়িতে হামলা চালায়।

খোকনের নেতৃত্বে জোটবদ্ধ ব্যক্তিদের নিয়ে এ হামলায় রেশমা খাতুনের বাড়িতে কন্যাকে লুকিয়ে রাখলে তাদের বাড়িতে ভাংচুর,লুটপাট ও মালামাল ক্ষতি সাধন করা হয় মর্মে অভিযোগ করা হয়। খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার ভাষ্য জানা সম্ভব হয়নি। শ্যামনগর থানার ওসি (তদন্ত)ইয়াছিন আলম চৌধুরী জানান,অভিযোগটি পেয়েছি,দ্রুত তদন্ত চলছে। রেশমা খাতুন তার মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন