এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগর সদরের নবনির্বাচিত চেয়ারম্যান কে চন্ডিপুর ও দাঁতপুর গ্রামের বাঁশির পক্ষ থেকে নির্বাচনী প্রতীক স্বর্ণের নৌকা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানায়।
শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর সদরের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংবধানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু ভাই ।
উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এস এম তারেক বিন হায়দার রাজন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার-আল মেহেদী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য, আলহাজ্ব মোহর আলী, জোবেদা সোহরাব মডেল একাডেমী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন, সাবেক ছাত্র নেতা শেখ আব্দুস সালাম, মেহেদি হাসান মারুফ, আব্দুর সবুর, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুর রব, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার, ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা -৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে জাতীয় সংসদ সদস্য বড় ভাই এস এম জগলুল হায়দার এর সহযোগিতায় সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে যা যা করা দরকার করা হবে। আপনারা মাননীয় প্রধান মন্ত্রী ও এমপি সাহেবের জন্য দোয়া করবেন।