হোম আবহাওয়া বার্তা শীত নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া দফতর

শীত নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া দফতর

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

আবহাওয়া ডেস্ক:

দেশের বিভিন্ন এলাকায় শীতের মাত্রা কিছুটা কমেছে। তবে উত্তরাঞ্চলে তীব্র শীত জানান দিচ্ছে এখন চলছে মাঘ মাস।

পূর্বাভাস বলছে উত্তরের জেলা রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুঁড়িগ্রাম এবং মধ্যাঞ্চলের কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (২১ জানুয়ারি) আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজশাহী, ঈশ্বরদী এবং নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ অবস্থায় দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পেতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দিনে সূর্যের দেখা মিললেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন