হোম অন্যান্যসারাদেশ শাহরুখের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানিকে!

বিনোদন ডেস্ক :

পাঠান সিনেমা দিয়ে বক্স অফিস কাপিয়েছেন রোমান্টিক হিরো শাহরুখ খান। সামনে তাকে দেখা যাবে নয়নতারা এবং তাপসী পান্নুর বিপরীতে ‘ডানকি’ সিনেমায়।

এদিকে বলিপাড়ার খবর নতুন নায়িকার সাথে জুটি বাধতে যাচ্ছেন শাহরুখ খান। কিয়ারা আদভানির সঙ্গে রোমান্টিক ড্রামা ফিল্মে নাম লেখাতে যাচ্ছেন শাহরুখ। টুইটারে এক বার্তায় খবরটি জানিয়েছেন হর্ষ মিশ্র।

বাতাসে গুঞ্জন সঞ্জয় লীলা বানসালীর পরবর্তী রোমান্টিক সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানিকে। সিনেমাটি ২০২৫ সালের ভালোবাসা দিবসের জন্য মুক্তির প্রত্যাশা করা হচ্ছে। তবে খবরটি শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেননা। অনেকে খবরটিকে গুজব হিসেবে মনে করছেন।

কেউ কেউ বলছেন শাহরুখ আগেই বলেছিলেন বয়সের অর্ধেক কোনো অভিনেত্রীর সঙ্গে তিনি আর অভিনয় করবেন না। তাহলে কীভাবে কিয়ারার সাথে রোমান্স করবেন। ভাইরাল এ খবরটি নিয়ে ইতোমধ্যে হচ্ছে ট্রল ও আলোচনা-সমালোচনা।

সূত্র: কইমই

সম্পর্কিত পোস্ট

মতামত দিন