হোম খুলনামাগুরা শালিখায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক ২

মাগুরা অফিস:

শালিখা থানা পুলিশ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া বাজারের এস বি ফিলিং স্টেশনের সামনে থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা সহ মোঃ দেলোয়ার হোসেন (২৪), এবং মুরাদ (২৫) আটক করে।

আটক দেলোয়ার খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বিলছড়ি গ্রামের মৃত আব্দুল বারেক ব্যাপারী র ছেলে এবং মুরাদ মাগুরার সদর উপজেলা জগদল গ্রামের মোঃ খবির বিশ্বাসের ছেলে।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, ৫ নভেম্বর রবিবার সকাল সাতটার দিকে শালিখা থানার পুলিশের এস আই লিটন হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে এসবি ফিলিং স্টেশনের সামনে থেকে ৫ কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন