হোম অন্যান্যসারাদেশ শার্শা সীমান্তে ৩৬ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৮৬ হাজার টাকাসহ আটক-১

শার্শা সীমান্তে ৩৬ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৮৬ হাজার টাকাসহ আটক-১

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

মিলন হোসেন, বেনাপোল :

শার্শা সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৮৬ হাজার ৪শ’ টাকা সহ শফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এসময় ফুলসদ্দিন নামে অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।

শুক্রবার (১ মে) রাতে তাকে আটক করা হয়।
আটক শফিকুল শার্শা থানার পাকশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে ও পলাতক ফুলসদ্দিন একই গ্রামের সুলতান খাঁর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে পাকশিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৮ বোতল ফেনসিডিল সহ আটক করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, একই গ্রামের ফুলসদ্দিনের বাড়িতে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফুলসদ্দিন নামে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা তার বাড়ি থেকে ২৮ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৮৬ হাজার ৪শ’ টাকা উদ্ধার করে।

শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শফিকুল বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন