হোম ধর্ষন নিউজ শার্শায় শিশু ধর্ষনের অভিযোগ থানায় মামলা, আটক ১

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা চানদুরীয়া ঘোষ গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫)নামে একজন কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে শার্শা থানার পুলিশ আটক করেন । সে চানদুরীয়া ঘোষ গ্রামের রমজান আলীর ছেলে। শার্শা থানার ডিউটি অফিসার এ এস আই  শরিফুল ইসলাম জানান, আলিম ও শিশুদের বাড়ি পাশাপাশি। ঘটনার সময় মেয়েটির মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং আলিম কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে মামলা নং ২০।তারিখ ১২/০৪/২১ ইং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন