হোম এক্সক্লুসিভ শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা: সাতক্ষীরায় জাস্টিস ফর জুলাই এর বিক্ষোভ সমাবেশ, ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার করার দাবী

শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা: সাতক্ষীরায় জাস্টিস ফর জুলাই এর বিক্ষোভ সমাবেশ, ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার করার দাবী

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

সৈয়দ শামসের ই এলাহী:

লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে জাস্টিস ফর জুলাই, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ আসিফ চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়।

জাস্টিস ফর জুলাই, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে এসময় জাস্টিস ফর জুলাই, সাতক্ষীরা জেলা শাখার সিয়াম রহমান, সোহাগ হোসেন, নাহিদ হোসেন, জুবায়ের, তারিক, আনিসুর রহমান, শাহিন, আরমান হোসেন, ঝুমা মরিয়ম, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ী ভাবে বহিষ্কার করার দাবী জানান।

ছাত্র-আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়ের ছাত্র আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মন্তব্য করা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমালোচনায় পড়া এই কর্মকর্তাকে এর আগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন