নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাসে যখন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঠিক সে সময়ে ১৫ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যে নেমেছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বড়বিলা ইসলামিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার আয়ুব আলী। এলাকাবাসীর দাবী এপ্রিল মাসে ঐ মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলেও নতুন করে ম্যানেজিং কমিটি গঠনে মাদ্রাসার সমস্ত কাগজপত্র সুপার আয়ুব আলী বাড়িতে নিয়ে গেছেন। অভিভাবক ও এলাকাবাসীর দাবী স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
তা না হলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করবেন বলে একাধিক অভিভাবক এ প্রতিবেদককে জানিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, লকডাউনের মধ্যে গোপনে অজানা পত্রিকায় ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ২ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ১জন লাইব্রেরীয়ান ও ১জন ল্যাব সহকারী। ইতিমধ্যে আবেদনকারীদের নিকট থেকে সুপার ও সভাপতি মিলে কয়েক লক্ষ টাকা গ্রহণ করেছে।
এ বিষয় মাদ্রাসা সুপার আয়ুব আলীর সেলফোন ০১৭১১০১০৪৯০ নম্বরে যোগাযোগ করা হলে তিনি কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে একথা স্বীকার করলেও রেজুলেশন খাতাসহ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একথা কেন আমি আপনাকে বলব। এ বলেই সংযোগ বিচ্ছিন্ন করেন।
মাদ্রাসার অফিস সহায়ক খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। পত্রিকা ও রেজুলেশন খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে সে বলে, কাগজপত্র ও রেজুলেশন খাতা, সুপার বাড়িতে নিয়ে গেছেন।