হোম অন্যান্যসারাদেশ রুমাল ব্যবহার করে ছিনতাই, অজ্ঞান পার্টির ১৭ সদস্য গ্রেফতার

রুমাল ব্যবহার করে ছিনতাই, অজ্ঞান পার্টির ১৭ সদস্য গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

অনলাইন ডেস্ক:

রুমালে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। তিনটি আলাদা আলাদা মামলার তদন্ত করতে গিয়ে এমনি এক অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ১০টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল এবং ছিনতাইয়ে ব্যবহার হওয়া একটি মাইক্রোবাস।

রোববার (২৪ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মূলত নতুন অটো চিহ্নিত করেই যাত্রী সেজে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে চক্রটির সদস্যরা সর্বস্ব ছিনতাই করতেন বলে জানান ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আগে অনেক ক্ষেত্রেই তারা শরবত বা অন্যান্য বিভিন্নভাবে কিছু খাওয়াতেন। পরে অজ্ঞান করে ছিনতাই করা হত। কিন্তু সম্প্রতি তারা রুমাল বা বিভিন্ন ধরনের স্প্রে করে অজ্ঞান করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন।

তদন্তে নেমে ঢাকা জেলা পুলিশ ছিনতাই হওয়া ১০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং ছিনতাইয়ে ব্যবহার হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করেছে বলেও জানান ঢাকার পুলিশ সুপার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন