হোম খুলনাসাতক্ষীরা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর দাফন সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 331 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াহেদ আলী (৮০)’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত কালু গাজীর ছেলে।

দাফন পূর্ব মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল। এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. আজহার আলী, মুক্তিযোদ্ধা সাংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে মরহুমের জানাযা নামাজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য রবিউল ইসলাম, একাত্তরের রণাঙ্গানের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাগণ সহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন