রাজাপুর প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে। খরিপ মৌসুমে কৃষক প্রতি সর্বোচ্চ এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদানের প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষককে উফশী আউশ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আঃ ছালাম আকন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল হোসেন খান সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপজেলার ৬ টি ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে উফশি আউশ প্রনোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। সেচ সুবিধা না থাকা এই উপজেলায় প্রতি বছর বোরো আবাদ ব্যাহত হয় তাই বোরোর পরিবর্তে আউশ আবাদ উৎসাহিত ও উচ্চ ফলনশীল আউশের জাত অধিক জনপ্রিয় করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।