হোম অন্যান্যসারাদেশ রাজবাড়ি থেকে ছাত্রীকে অপহরন করে পালিয়ে আসার পথে মণিরামপুরে ৬ তরুন আটক

রাজবাড়ি থেকে ছাত্রীকে অপহরন করে পালিয়ে আসার পথে মণিরামপুরে ৬ তরুন আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

মণিরামপুর(যশোর)প্রতিনিধি :

রাজবাড়ি জেলা থেকে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরন করে মাইক্রোবাসেযোগে পালিয়ে আসার পথে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যশোরের মণিরামপুর থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় আটক করা হয় মাইক্রোবাসে থাকা প্রধান অপহরনকারীসহ ছয় তরুনকে।

এর মধ্যে প্রধান অপহরনকারী প্রেম কুমার আকাশ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের অখিল বসুর ছেলে। বাকী পাঁচজন মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে।মণিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের মনিরামপুরের পলাশী এলাকায় খেদাপাড়া ফাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুলের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ছিল।

এসময় একটি মাইক্রোবাস আসতে দেখে সন্দেহ হলে গতিরোধ করে পুলিশ তাতে তল্লাশী চালায়। মাইক্রোবাসে থাকা এক ছাত্রীসহ ছয় তরুনের আচরন সন্দেজনক হওয়াই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ফাড়িতে নিয়ে যাওয়া হয়। ছয় জনের মধ্যে শুধুমাত্র প্রেম কুমারের বাড়ি রাজবাড়িতে। অন্য পাঁচজন মণিরামপুরের। এরা হলো মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের সাধন পালের ছেলে সৌরভ পাল, ঝাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আব্দুল মান্নানের ছেলে রাব্বি হোসেন, আহসান হাবিবের ছেলে অন্তু হোসেন এবং আব্দুল আলিমের ছেলে সোহান।আটক মনিরামপুরের পাঁচ তরুন পুলিশকে জানায়, ফেসবুকে তাদের সাথে পরিচয় হয় রাজবাড়ির প্রেম কুমার আকাশের।

আকাশ হিন্দু হলেও তার সাথে প্রতিবেশী একজন ইউপি মেম্বারের মাদ্রাসা(নবম শ্রেণীর) পড়–য়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক বিদ্যমান রয়েছে। আর এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস হয়। এক পর্যায়ে মেয়েটির পিতা অন্য ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। এরই মধ্যে রোববার প্রেম কুমার আকাশ ওই মেয়েটিকে নিয়ে পালানোর পরিকল্পনা করে। সে মোতাবেক প্রেমকুমার মনিরামপুরের পাঁচ বন্ধুর কাছে সহায়তা চান। ফলে এ পাঁচ বন্ধু রোববার বিকেলে রাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে রাজবাড়িতে যায়। রাতে প্রেমকুমার ওই মেয়েটিকে সাথে করে বন্ধুদের নিয়ে যাওয়া মাইক্রোবাসে করে তাদের সাথে পালিয়ে আসে।

তবে মেয়েটির পিতার দাবি, রোববার রাত ১১ টার দিকে তার মেয়ে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে ঘরের বাইরে গেলে আকাশ ও তার সহযোগীরা তাকে অপহরনের পর মাইক্রোবাসে করে পালিয়ে যায়। আর এ ঘটনায় ওই মেয়েটির পিতা বাদি হয়ে বালিয়াকান্দি থানায় প্রেম কুমার ও তার সহযোগীদের নামে একটি অপহরন মামলা করেন। ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ছাত্রী এবং আটক ছয় তরুন বর্তমান মনিরামপুর থানা হেফাজতে রয়েছে। ওসি আরো জানান,যেহেতু বালিয়াকান্দা থানায় অপহরন মামলা করা হয়েছে। সেহেতু মামলার তদন্তকারী কর্মকর্তার কাছেই এদেরকে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন