অনলাইন ডেস্ক :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বন থেকে চরমোন্তাজের লোকালয়ে প্রবেশ করে হরিণটি। সকালে দারভাঙা গ্রামে প্রবেশ করলে স্থানীয় লোকজন ধাওয়া দিলে হরিণটি একটি ঘরে ঢুকে পড়ে। পরে দুপুরে হরিণটিকে উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগে হস্তান্তর করেন স্থানীয়রা।
এ ব্যাপারে বন বিভাগের উপজেলার চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু যুগান্তরকে জানান, ধারণা করা হচ্ছে হরিণটি চর কুকরি-মুকরি থেকে চরমোন্তাজে চলে আসে। হরিণটি সোনারচর বনে অবমুক্ত করা হয়েছে।