হোম অন্যান্যসারাদেশ রতনপুর চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

রতনপুর চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করছেন। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন।

তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি যেয়ে পৌঁছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে তিনি প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণের সমন্বয়ে খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেজ পৌঁছে দেন। ইতোমধ্যে ৪ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে ।

সাধারণ মানুষের জন্য এধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন । খাদ্য বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন।

দৈনিক সংকল্প/এস কে.এফ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন