হোম জাতীয় রংপুরে পশু কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু

রংপুরে পশু কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ

জাতীয় ডেস্ক:

রংপুরে পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে পরিছন্নকর্মীরা। নামাজ আদায়ের পর সকাল থেকেই বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য ফেলতে শুরু করেছে নগরবাসী। এদিকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে রংপুর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৯ জুন) সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজের রহমান মোস্তফা নগরীর শাপলা চত্বর এলাকায় বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যেই নগরীর সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

তিনি বলেন, পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মীরা ব্লিচিং পাউডারের ছিটিয়ে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১২০টি ট্রলি ও রিকশাভ্যান এবং ২৭টি ডাম্প ট্রাক, ৩টি কমপেক্টর ট্রাক, ১টি হুইল লোডার, ৩টি ব্যাকহো লেঅডার, ২টি স্কিড লোডার, ২টি স্কারবটর, ও ২টি পানিবাহী গাড়ি কাজ করছে।

কোরবানির বর্জ্য অপসারণে ও পরিচ্ছন্নতার কাজে এক হাজার ৯৩ জন কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন