আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের নটিংহামের রাস্তা থেকে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইংলিশ মিডল্যান্ড থেকে মরদেগুলো উদ্ধার করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর চারটার দিকে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিল পুলিশ। পথিমধ্যে নটিংহামের রাস্তায় দুটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা। শহরের বাইরে একটি সড়ক থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া ওই রাস্তা থেকে আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর দেয়া হলেও সেটা কোন দুর্ঘটনা নয়।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি খুবই ভয়াবহ ও মর্মান্তিক খুনের ঘটনা। এই তিনটি খুনের ঘটনাই একটি অপরটির সঙ্গে সংযুক্ত। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
কেট মেইনেল নামে পুলিশের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়ে গেছে। কী কারণে এভাবে তিনজনকে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে তা জানার জন্য গোয়েন্দা টিম কাজ করছে।
তিনি বলেন, তদন্তের জন্য শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করা হয়েছে। এমতাবস্থায় তিনি সাধারণ নাগরিকদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক টুইটারে লিখেন, সড়ক দুর্ঘটনায় আহতদের এবং যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়া দেশের পুলিশ ও জরুরী কর্মীদের তাৎক্ষনিক তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, পুলিশকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালনের জন্য আরও সময় দেয়া প্রয়োজন।