হোম অন্যান্যলাইফস্টাইল তাজা লিচু চেনা ও অনেক দিন সংরক্ষণের উপায়

তাজা লিচু চেনা ও অনেক দিন সংরক্ষণের উপায়

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

লাইফস্টাইল ডেস্ক:

লিচু সুস্বাদু ও রসালো ফল। শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর এই ফল। লিচুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-সি, ক্যালসিয়াম থাকে। এ ছাড়া আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়ামের মতো উপাদানও রয়েছে এই ফলে। মৌসুমি ফলের মধ্যে লিচুর চাহিদা অনেক। তবে ভেজালের ভিড়ে বাজার থেকে তাজা লিচু কিনে আনা কঠিন। দেখা যায়, কিনে আনার পরের দিনই লিচুর রং বাদামি হয়ে যায়।

তাজা লিচু চিনবেন যেভাবে-

লিচু ধরে যদি দেখেন খুব বেশি শক্ত লাগছে, তা হলে বুঝবেন সেই লিচু কাঁচা। কাঁচা লিচু খেলে কিন্তু পেটে ব্যথা হতে পারে।

লিচুর গায়ে যদি ভেজা ভাব দেখতে পান, তাহলে বুঝবেন লিচুতে পচন ধরতে শুরু করেছে।

লিচুর বোঁটা যদি ফলের সঙ্গে শক্ত ভাবে লেগে থাকে, তা হলে বুঝবেন সেই লিচু যথেষ্ট তাজা।

লিচুর গায়ে যদি কালো ছোপ দেখেন, তা হলে সেই ফল মোটেই কিনবেন না। সাধারণত ফলনের সময়ে রাসায়নিক ব্যবহার করলে এমনটা হয়।

বেশিদিন লিচু ভালো রাখার উপায়-

অনেকেই বাজার থেকে লিচু কিনে এনে বাইরের ঘরে তাপমাত্রায় রেখে দেন। এতে কিন্তু লিচু তাড়াতাড়ি পচে যেতে পারে। ফ্রিজে রাখলে লিচু চার থেকে পাঁচ দিন ভালো থাকে আর বাইরে রাখলে দুই থেকে তিন দিন। লিচু বোঁটাগুলি কেটে নিন। এবার একটি এয়ারটাইট বাক্সে টিস্যু পেপার রেখে তার মধ্যে লিচু ভরে ফ্রিজে রাখুন। দেখবেন অনেক দিন তাজা থাকবে।

সারা বছর লিচু সংরক্ষণ করে রাখার উপায়-

লিচু সংরক্ষণের জন্য প্রথমে বাজার থেকে লাল রঙের তাজা লিচু কিনুন। পোকাযুক্ত ও পচন ধরেছে এমন লিচু আগেই বেছে আলাদা করে ফেলুন। বাকি লিচুগুলো এক ইঞ্চি বোঁটাসহ কেটে নিন। লিচুগুলোকে সাধারণ তাপমাত্রার পানিতে ভেজান। ১০ মিনিট পর লিচুগুলো তুলে নিন। এরপর শুকনা কাপড় দিয়ে লিচুর গায়ে লেগে থাকা পানি মুছে ফেলুন। এমনভাবে মুছুন যেন লিচুর গায়ে একটুও পানি লেগে না থাকে। মনে রাখবেন, লিচু রোদে শুকানো যাবে না।

শুকনা লিচুগুলো নিউজপ্রিন্ট কাগজে জড়িয়ে ফেলুন। পুরনো পত্রিকার কাগজ দিয়েও এটা করা যায়। কাগজসহ লিচুগুলো পলিথিন ব্যাগে ঢুকিয়ে নিন। এবার পলিথিন ব্যাগটাকে একটা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

চাইলে কাপড়ের ব্যাগ ছাড়াও ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সে ক্ষেত্রে কাগজে মোড়ানো লিচুগুলো প্লাস্টিকের বক্সে ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে প্রায় ১২ মাস লিচু তাজা থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন