নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার এক যুবক যশোরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্তব্যরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ওই যুবক শার্শা উপজেলায় কর্তব্যরত ছিলেন। তার বাড়ি শহরের কাটিয়া এলাকায় বলে জানা গেছে। তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে বিভিন্ন যানবাহন যোগে শার্শায় অফিস করতেন। যশোরের সিভিল সার্জন ডা. আবু সাহিন এখবরের সত্যতা নিশ্চিত করেছেন। অপর একটি সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত যুবক ইপিআই টেকনিশিয়ান পদে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করতেন। সাতক্ষীরা সিভিল সার্জন সারাফত হোসাইন জানান, শহরের কাটিয়া এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। তার শরীরে করোনা পজেটিভ হলেও শারিরিক ভাবে সে স্বস্থ্যু আছে বলে সূত্রে জানা গেছে। এদিকে শ্যামনগর উপজেলার আরও এক ব্যক্তি ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলে নমুনা পরীক্ষায় তার শরীরেও করোনা ভাইরাস পাওয়া যায়। ওই ব্যক্তি যশোরে চিকিৎসা নিচ্ছেন।