হোম সিলেটমৌলভীবাজার মৌলভীবাজার পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিন্তাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিন্তাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ছিন্তাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে কয়েকটি ছিন্তাইয়ের সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিন্তাইকারীদের গ্রেপ্তারের তথ্য জানান পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের একটি ব্যাংক থেকে একজন নারী ছিন্তাইয়ের শিকার হন। পরে আবারও গত ১৭ ফেব্রæয়ারি শ্রীমঙ্গল শহরে দুইজন চা শ্রকিকের পেনশনের প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিন্তাইকারীরা লুটে নেয়। এর পর ১৮ ডিসেম্বর মৌলভীবাজার শহরে আরেকটি ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের হলে ছিন্তাইকারীদের ধরতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে জেলা পুলিশের একটি টিম।

এসব ঘটনায় মঙ্গলবার পুলিশ সুপার মো. মনজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক ছিন্তাই ও ডাকাতি মামলার আসামি সিলেটের গোলপগঞ্জের বেলাল আহমেদ ওরফে জাকির মোল্লা, শাহপরান থানার কামাল মিয়া, উসমানী নগরের হোসেন ওরফে তৈফিক ও গোলাপগঞ্জের বাবুল আহমেদকে গ্রেপ্তার করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৪ ছিন্তাইকারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সবাই চুরি, ডাকাতি ছিন্তাই কাজে জড়িত রয়েছে। পরে আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি ম‚লক জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন