অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫) ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে ঘটে এ দুর্ঘটনা। এতে সুপার সনি নামের বাস ও মোটরসাইকেলটি পুড়ে যায়।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে গেছে। কিন্তু মোটরসাইকেল চালকের খোঁজ নেই।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোন হতাহত হয়নি। আমরা এসে কাউকে আহত অবস্থায়ও পাইনি।’