হোম খুলনাবাগেরহাট মোংলা বন্দরের পশুর চ্যানেলে ক্লিংকার বোঝাই লাইটার ডুবি

বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটাট জাহাজ ডুবোচরে আটকে তলাফেটে ডুবেগেছে। এসময় সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে লাইটারের ১০ কর্মচারী।

লাইটার শ্রমিক এসোসিয়েশন ও শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান সুত্রে জানাযায়, মোংলা বন্দরের হারবাড়ীয়া -৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক শিপ থেকে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে পশুর নদের কাইনমারী এলাকায় নোঙ্গর করে এমভি আনমনা-২ নামক লাইটারটি। জোয়ার হলেই ছেড়েযাবে খুলনার উদ্দ্যেশে। রবিবার (১৫ অক্টোবর) রাত ৮ ঘটিকায় সময় গন্তব্যে যাবার উদ্যেশে লাইটারটি ছেড়ে যেতেই হঠাৎ ডুবোচরে আটকে তলা ফেটে ঢেকে পানি ঢুকে ডুবে যায় লাইটার আনমনা-২। এসময় দ্রুত সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১০ নাবিক। জানানযায়, ১৪ অক্টোবর ২৬৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বানিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদাস নামক জাহাজটি। ওই জাহাজ থেকে পন্য বোঝাই করে ডুবে যাওয়া লাইটার আনমনা-২।

এদিকে লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে জানাযায়।

জানা যায়, ডুবে যাওয়া লাইটারটির মালিক বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন