হোম অন্যান্যসারাদেশ মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

কর্তৃক
০ মন্তব্য 625 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন ” শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্ত দিয়ে আসছে সাতক্ষীরা সরকারি কলেজ বাঁধন শাখা। তারই পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষ উপলক্ষে রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন সাতক্ষীরা সরকারি কলেজ বাঁধন পরিবার।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ বাঁধন শাখার সভাপতি খায়রুজ্জামান রকি, উপদেষ্টা তন্নি, আহবায়ক রনি, সদস্য সচিব জি.এম গালিব হোসেন ও সংগঠনটির সদস্যবৃন্দ। সদস্য সচিব জি এম গালিব হোসেন বলেন, সকলকে তার স্ব স্ব রক্তের গ্রুপ জানানো ও যেকোন প্রয়োজনে যাতে রক্ত দেওয়া যায় সেজন্য তাদের এই কর্মসূচি।
 পরে কলেজে উপস্থিত শিক্ষার্থীদের রক্ত দানে উদ্বুদ্ধ করার ব্যাপারে সচেতন করা হয়। এসময় কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তারা তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন