হোম বিনোদন মাশরাফীর প্রশংসায় চিত্রনায়ক ইমন

মাশরাফীর প্রশংসায় চিত্রনায়ক ইমন

কর্তৃক Editor
০ মন্তব্য 146 ভিউজ

বিনোদন ডেস্ক:

নড়াইল -২ আসনের সংসদ সদস্য, হুইপ ও তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার প্রশংসা করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

তিনি বলেছেন, ‘নড়াইলের জন্য একটা নামই যথেষ্ট, সেই মানুষটা মাশরাফী বিন মোর্ত্তজা। অসম্ভব ভাললাগার একজন মানুষ তিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা মাশরাফী ভাই করেছেন, তার মত অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম একজন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটে কবে আসবেন, জানা নেই।’

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে মাশরাফী সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন চিত্রনায়ক ইমন।

এ সময় তিনি নড়াইলে প্রথমবারের মত আসতে পেরে খুবই আনন্দিত বলেও জানান।

প্রসাধনী পণ্য ‘হারল্যান স্টোর’ এর শোরুম উদ্বোধন কালে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে চরম বিশৃঙ্খলায় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধন করেন। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগত মান সম্পর্কে বক্তব্য দেন নায়ক ইমন, নায়িকা অপুসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে কথা বলেন। পরে নায়িকা অপু বিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান অনুষ্ঠান শেষে বক্তব্য দেবেন। দুই ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় সাংবাদিকদের লাঞ্ছিত করে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে স্থান ত্যাগ করেন। এমন আচরণে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন